আরিফুল ইসলাম সিদ্দিকী ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুল কমিটির সাবেক উপদেষ্টা আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। নাতী হিসেবে আদর করে নিজের বাসায় নিয়ে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে তাকে বলাৎকার করা হয়।
ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর) বিকালে। এ ঘটনায় শুক্রবার (১০ অক্টোবর) ভিকটিমের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। তার বিরুদ্ধে বলাৎকারের ঘটনায় আগেও দুটি মামলা হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত কমিটি লোকজন।
অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার (৭০) সিদ্ধিরগঞ্জের পাইনাতী নতুন মহল্লা এলাকার মৃত মর্তুজা আলীর ছেলে। হীরাঝিল এলাকার গিয়াস উদ্দিন ইসলামীক মডেল স্কুল অ্যাণ্ড কলেজ কমিটির সাবেক উপদেষ্টা। তিনি জুলাই আন্দোলনের ঘটনায় করা মামলার আসামি। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ঘনিষ্ট সহচর। এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।