
আরিফুল ইসলাম সিদ্দিকী ।
————————————–
হিংঙ্গুলীতে জামায়াত কর্মী জাহেদ ও জহিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হিঙ্গুলী বাজারে বি’ক্ষো’ভ মি’ছি’ল ও প্রতিবাদ স’মা’বে’শ করেছে জামায়াতে ইসলামী ২নং হিঙ্গুলী ইউনিয়ন।
স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া যায় গতকাল ১১ অক্টোবর সন্ধ্যার পর শিক্ষক জাহেদ ও জহিরের মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চারের ভূমিকায় থাকায় পূর্ব থেকেই তাদের উপর কিছু মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, চাঁদাবাজ ও বখাটে প্রকৃতির লোক ওত পেতে ছিল। শিক্ষক জাহেদ ও জহির সামাজিক ও মাদকবিরোধী কর্মকাণ্ডে এলাকায় বহুল পরিচিত ও সুনাম অর্জন করে।
গত পাঁচ এ আগস্ট ২০২৪ সাল থেকে মিরসরাই হিঙ্গলি ইউনিয়নে স্থানীয় সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, অবৈধ চোরাচালানের সাথে সংশ্লিষ্ট, স্থানীয় ডাকাতি, চুরি সহ নানান অবৈধ কাজে জড়িত ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর কাপ কব্জায় ছিল। স্থানীয় ও পুলিশ প্রশাসনের কার্যকরী ভূমিকায় আওয়ামী সন্ত্রাসীরা অনেকেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, তবে এখনো অনেকেই পলাতক। তবে শিক্ষক জায়েদ ও জহির এর উপর সন্ত্রাসী ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায় তারা বিএনপি’র সাথে জড়িত। মিরসরাই জামাতের নেতাকর্ম এদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় তারা ইতিমধ্যে জোরারগঞ্জ থানায় মামলা করার জন্য ধারাস্থ হয়েছেন।
১২ই অক্টোবর রোজ রবিবারের প্রতিবাদ সমাবেশে জামাতের নেতাকর্মীদের হুঁশিয়ারি মিরসরাইয়ের মধ্যে কোন মদখোর গাজা খোর, অবৈধ ব্যবসার সাথে জড়িত এমন কোন নেতাকর্মীরা এমন কোন রাজনৈতিক দল এখন আর কোন জনগণের মেন্ডেড পাবেনা। ইতিমধ্যেই গত এক বছরে সারা বাংলাদেশে জনগণ চাঁদাবাজ টেন্ডারবাজ মাদক ব্যবসায়ী সকলকে শক্ত হাতে রুখে দিয়েছে।
মিরসরাইয়ের জনগণ আর কোন ফ্যাসিস্ট অবৈধ শক্তিকে প্রতিষ্ঠিত হতে দেবে না।